BUSBD Online: কিভাবে অনলাইনে BUS Ticket বুকিং করবেন: আজকাল আমাদের পরিবেশ ও দুনিয়া যে হারে ডিজিটাল হচ্ছে, তা ভাবলে আপনি অবাক হবেন, এখন থেকে ঘরে বসে আপনি BUSbd TICKET BOOKING করতে পারবেন busbd online এর মাধ্যমে। যা আগে কখনো কল্পনাও করেন নি। আজ কিন্তু সেটা আপনাদের চোখের মাধ্যমে প্রমানিত হচ্ছে।
যেখানে আমরা কোথায় যেতে গেলে মানুষের ভিড় সামাল দিয়ে bus এ টেলে উঠি, আর কত পেরেশানি না হয় আমাদের একটা বাসের সিট পাওয়ার জন্য। এখন তা আপনাকে ঘরে বসে অনলাইনে বুকিং করতে পারবে busbd online এই ওয়েবসাইটে গিয়ে। অথবা আরো অনেক উপায়ও আছে, এর সাথে আপনাকে অনেক ওয়েবসাইট অফার ও দিচ্ছে, যা আপনি ঘরে বসে কাজটা করে নিতে পারবেন। তাহলে চলুন দেখি আজকের আরটিকেল!
Busbd Online কি?
BUSBD Online হচ্ছে: এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি ফ্রিতে অনলাইনে আপনার পছন্দের জায়গায় ভ্রমন করতে বাস কে রিজার্ভ অথবা পাব্লিক বাসে টিকেট কিনতে অথবা Booking করতে ব্যাবহার করা হয়, BUSBD.COM.BD ওয়েবসাইট, আর BUSBD Online এটাই।
BUSBD Onlineএর মাধ্যমে আপনার জিবনযাত্রা মান উন্নত করতে আজকের এই আরটিকেল, যা আপনাকে ঘরে বসে বাস টিকেট অথবা বাস সিট বুকিং করতে সুবিধা প্রদান করবে। আর এই সুবিধা কেমনে পাবেন, সেই সকল টিপস নিয়ে নিচে আলোচনা করা হল:
কিভাবে অনলাইনে BUS Ticket বুকিং করবেন?
এখানে আপনি জানতে পারবেন, কিভাবে BUSBD Online ওয়েবসাইট থেকে অনলাইনে বাসের টিকেট বুকিং করবেন, আর এর কয়েকটা ধাপ আছে, যা আপনাকে ধাপসমুহ অনুসরণ করতে হবে।
১. প্রথমে Busbd.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
- আপনি Bus এর টিকেট বুকিং করার জন্য Busbd ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে আপনি বাকী প্রসেসগুলা সম্পন্ন করতে পারবেন। অথবা আপনি এই লিনকটিতে প্রবেশ করুন: https://busbd.com.bd/sign-in?from=%2Fprofile%2Fmy-profile
২. এখন “Sign Up” অপশনে ক্লিক করে নতুন একাউন্ট Open করুন।
- আপনার যদি একাউন্ট অলরেডি থাকে, তাহলে নতুন করে খুলার প্রয়োজন নেই, শুধুমাত্র লগিন অপশনে Login হবেন। আর নতুন একাউন্ট খুলার জন্য আপনাকে “Sign Up” অপশনে চলে যেতে হবে।
৩. আপনি “Phone” অপশনে নিজের Number বসান।
৪. এই “First Name” ও “Last Name” অপশনের নিজের Full Name বসান।
৫. এরপর “Email” অপশনে নিজের একটা Email বসান। তারপর “Sign Up” অপশনে ক্লিক করুন।
6. আপনার মোবাইলে একটা OTP আসবে, সেটা বসান, এরপর “Submit” অপশনে ক্লিক করুন।
- বেশ হয়ে গেল আপনার একটা একাউন্ট, এখন কিভাবে বুকিং করবেন Bus এর টিকেট। এটা দেখার জন্য আপনি নিচের স্টেপ দেখুন:
৭. এখন আপনি “Home” বাটনে ক্লিক করুন, তারপর আপনি দেখতে পারবেন এই রকম ইন্টারফেইস।
৮. “Leaving From” অপশনে, আপনি কোথায় থেকে যেতে চাইছেন, সেটা সিলেক্ট করুন.
- যেমন আমি চাচ্ছি সিলেট থেলে ঢাকায় যাব। তো আমি এই অপশনে সিলেক্ট করব “Sylhet”
৯. ” Going To” অপশনে সিলেক্ট করুন, যেমন “Dhaka” এইটা আপনার উপর নির্ভরশীল।
১০. “Departing On” এই অপশনে আপনি কোন দিন যেতে চাচ্ছেন, সেটা সিলেক্ট করুন.
- তাহলে আপনি চাচ্ছে আজকে যেতে তো আজকের তারিখ বসান। বেশ হয়ে যাবে।
১১. “Coach Type” এইটা সিলেক্ট করুন, আপনি Ac Bus এ যাবেন, নাকি Non AC BUS অথবা All রেখে দিতে পারেন।
১২. এখন ” Search” অপশনে ক্লিক করে, খুজে নিন আপনার পছন্দের বাস, যা আপনার আনন্দদায়ক হয় ভ্রমন।
আপনি এই সকল প্রসেস দেখে নিশ্চয় অবাক হবেন, কারন এত লম্বা প্রসেস। আসলে আপনি একবার এই কাজ করে ফেললে ২য় বার এত সময় লাগবে না। এই রকমের ভালো ভালো পোষ্ট পেতে ফলো করে রাখুন, এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে অথবা ফ্যামিলিদের সাথে। এখন জানব আরো কিছু তথ্য,
BUSBD এর সুবিধা কি?
এখানে আমরা জানতে পারব BUSBD.COM.BD এই ওয়েবসাইট এর সুবিধা সমুহ। যা আপনার জানার খুবই প্রয়োজন, অন্য কোথাও এই সুবিধা সমুহ পাবেন না। তাহলে চলুন এক এক করে সুবিধা সম্পর্কে জেনে নেই।
- ১. সহজে আপনার BUSBD.COM.BD এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।
- ২. busbd online সম্পুরনো ফ্রিতে ব্যবহার করা যায়।
- ৩. সহজে একাউন্ট খুলে রাখা যায়।
- ৪. সহজে অনলাইনে বাসের টিকেট বুকিং করার যায়।
- ৫. সহজে Bus Reserved করা যায়।
- ৬. ঘরে বসে ১ মাস আগে বাস বুকিং করতে পারবেন।
- ৭. এই সাইটে কোন প্রকার জামেলা ছাড়া সার্ভিস পাবেন ফ্রিতে।
- ৮. আলাদা কোন টাকার প্রয়োজন নেই।
এই ছিল কয়েকটি BUSBD অনলাইনে বাস টিকেট বুকিং করার প্রসেস এবং সুবিধা সমুহ। যা আপনার অনেক কাজে লাগবে। আর আপনি কিভাবে টাকা পেমেন্ট করতে পারবেন, সেজন্য কি করতে হবে?
কিভাবে Ticket Booking করার জন্য Payment করব BUSBD.com.bd এই সাইটে?
আপনি BUSBD.COM.BD এই সাইটে Ticket Booking করার জন্য পেমেন্ট করবেন যেভাবে: তা হলে কয়েকটি প্রসেস রয়েছে, যা আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ বলে দিব, তাহলে চলুন দেখি:
- ১. প্রথমে BUS সিলেক্ট করুন।
- ২ এরপর আপনার সিট সিলেক্ট করুন।
- ৩. এখন আপনি নিচের (>) এই চিনহতে ক্লিক করুন। এরপর দেখবেন আপনার পেমেন্ট অপশন চলে আসবে।
- ৪. আপনি “Bkash” অথবা অন্য কোন অপশন সিলেক্ট করে বিল Payment করতে পারবেন।
এই ছিল আপনার জন্য সহজ প্রসেস, যা আপনাকে এর থেকে সহজ প্রসেস কেউ বলতে পারবে না। আশা করি আপনি আমার লিখা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন, তাহলে কমেন্ট করুন।
উপসংহার:
এই ছিল আজকের আর্টিকেল যা আপনাকে দেখানো হয়েছে, BUSBD কি? কিভাবে BUSBD থেকে অনলাইনে বাসের টিকেট বা সিট্ বুকিং করতে পারেন, কিভাবে একাউন্ট খুলতে হয়, এবং কিভাবে পেমেন্ট করতে হয়। এই সব নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি আপনি বুঝতে পারবেন, এবং ভালোভাবে শিখে নিবেন।
এখন যদি না বুঝে থাকেন অবশ্যই আপনি কমেন্ট করবেন, এবং সাথে আপনি Google News এ ফলো করে রাখুন, ফেইসবুকে, ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখেন। তাতে সকল নতুন পোষ্ট সবার আগে দেখতে পারেন, এই রকমের হেল্পফুল কন্টেন্ট আমরা নিয়ে আসবো প্রতিদিন প্রতি সময়। আশা করি পাশে থাকবেন , ধন্যবাদ